৮৮ মিনিটে কর্নার থেকে আশা বলে বিদ্যুৎ গতির হেড ডিফেন্ডার বা গোলরক্ষক বুঝে উঠার আগেই বল জালে ১-১ এ সমতা।
জামাল ভূঁইয়া নিজেদের ভালো খেলার পাশাপাশি ভারতের ৩ খেলোয়ারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন বলে জানিয়েছেন।
এক মাসেরও বেশি সময় বাকি, কিন্তু ভারতের কোচ ইগোর স্তিমাক এখনই ডুবে আছেন ‘ই’ গ্রুপের এই ম্যাচটিতে।
বাংলাদেশের সামনের প্রতিপক্ষ বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। নিশ্চিতভাবেই আরো কঠিন ম্যাচ অপেক্ষা করছে।