ফাইনালের আগে এই ম্যাচের এমন জয় নিঃসন্দেহে টাইগারদের মনোবল বাড়াতে সক্ষম হবে।
প্রশ্ন উঠেছে রশিদ খান, মোহাম্মদ নবীর মতো বিশ্বমানের স্পিনার থাকা সত্বেও পিউর স্পিন উইকেট বানানোর যৌক্তিকতা নিয়ে!
প্রথম দিন শেষে ২৭১ রানে আসগর আফগান ৮৮ ও আফসার জাজাই ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন।
আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে জহুর আহমেদ স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
আগামী ৫ ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বিসিবি ঘোষিত ১৫ সদস্য বিশিষ্ট দলে মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি কিছুটা বিস্ময়কর ছিল।
অভিজ্ঞতা, স্কিল সব বিচারে তাই সাদা পোশাকে আফগানদের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে।