বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ২০১৪ এর বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি—২০২০ ইউরোয় একই গ্রুপে।
গ্রুপ থেকে সরাসরি মূল পর্ব নিশ্চিত করা আরেক দল সুইডেন শেষ ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে।
এরকম মাঠে খেলা বেশ কঠিন। মাঠটা আসলে একটা আলুর ক্ষেত ছিল।
লুক্সেমবার্গের বিপক্ষে এক গোল নিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৯।
দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে লিথুয়ানিয়ার জালে আরও দুই গোল করে বড় জয়ের পথে ছুটতে থাকে পর্তুগাল।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে মানচিনির শিষ্যদের দেখে এক নতুন কিছুর ই আভাস দিচ্ছিল টীম ইতালি।
১৯৬৮ সালে প্রথম ও শেষবারের মতো ইউরো সেরার ট্রফি জেতা আজ্জুরিরা এবার দীর্ঘদিনের খরা ঘোচানোর স্বপ্ন বুনছে।