ক্লাব
লা লীগার শিরোপার সুবাতাস পাচ্ছে রিয়াল

টানা নয় ম্যাচে অপ্রতিরোধ্য জয়ে স্প্যানিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জেতার দৌড়ে এগিয়ে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
শিরোপা জিততে রিয়ালের বাকি আর দুই ম্যাচ। বাকি দুই ম্যাচে দুই পয়েন্ট পেলেই এই মৌসুমের লা লিগা ট্রফি আসবে স্যান্তিয়াগো বার্নাব্যুতে।
বাকি থাকা দুই ম্যাচের দুইটি ড্র বা একটিতে জয় পেলেও বার্সাকে পেছনে ফেলে লা লিগা চ্যাম্পিয়ান সার্জিও র্যামোসরা।
বার্সার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যদিও অনেকটা এগিয়ে মাদ্রিদের ক্লাবটি।
শিরোপা জিততে কাতালানের এই ক্লাবটিরও বাকি দুই ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে।
বার্সেলোনা এবং রিয়াল তাদের শেষ দু’টি ম্যাচ খেলবে একই দিনে।
লা লিগায় বার্সেলোনা নিজেদের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘরের মাঠে খেলবে ওসাসুনার বিপক্ষে।
আর রিয়ালকে লড়তে হবে পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়াল।
যদি বার্সেলোনা এবং রিয়াল একই পয়েন্টে শেষ করে, তা হলেও জ়িদানের দলই চ্যাম্পিয়ন হবে কারণ মুখোমুখি লড়াইয়ে তাঁরাই মেসিদের চেয়ে এগিয়ে।
যদিও গত ম্যাচে গ্রানাদার কাছে জিততে যথেষ্ট বেগ পেতে হয়েছে রিয়ালের।
খেলা শেষে উদ্বেগ প্রকাশ করে জিদান জানান ‘‘দ্বিতীয়ার্ধে গ্রানাদা খুবই চাপ সৃষ্টি করেছিল। আমাদের রক্ষণ সামলাতে হয়েছে। শেষের মুহূর্তগুলো ছিল উদ্বেগের।’’
খেলার ১৬ মিনিটের মধ্যেই ফরাসি ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি ও করিম বেনজামার গোলে এগিয়ে থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে গ্রানাদার গোলে চাপে পড়ে রিয়াল।
সার্জিও রামোস দুর্দান্ত ভাবে গোললাইন সামলিয়ে রক্ষা করেন রিয়ালকে। বল লড়াইয়ের দখলে রিয়ালের দখলে বল ছিল ৬২ শতাংশ, গ্রানাদার ৩৮ শতাংশ।
গোল লক্ষ্য করে শট অবশ্য রিয়ালের (১১) থেকে বেশি নেয় গ্রানাদা (১৩)। ৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ বাকি থাকা দুই ম্যাচ জিতে ৩৪ তম লা লিগার শিরোপাজয়ই হবে জিদানের লক্ষ্য।