Connect with us

আন্তর্জাতিক

প্রিমিয়ার লিগে বার্নলিকে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় সিটি

শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড এর বিপক্ষে ঘরের মাঠে খেলবে সিটি।

প্রকাশিত

তারিখ

প্রিমিয়ার লিগে বার্নলিকে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় সিটি
গ্যাব্রিয়েল জেসুসের উল্লাস। ছবিঃ ম্যানচেস্টার সিটি

ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলের সুবাধে বার্নলির বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

৪-১ ব্যবধানে জেতা ম্যাচে অপর দুই গোল করেন রদ্রি এবং মেহরাজ। বার্নলির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ব্যাডি।

২৪ মিনিটের মাথায় বার্নলির গোলপোস্ট এর দেখা পান জেসুস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুন করেন এই স্ট্রাইকার।

এরপর ৬৮ মিনিটে মিড ফিল্ডার রদ্রি এবং ৮৭ মিনিটে মেহরাজের গোলে ৪-০ তে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

শেষ বাশি বাজার খানিক আগে ৮৯ মিনিটে ব্রাডির একমাত্র গোলে সান্ত্বনা সূচক গোলটি পায় বার্নলি।

এর আগে গত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় লাভ করে সিটি। লিগের শীর্ষ স্থানে থাকা লিভারপুল থেকে তাদের পয়েন্ট দূরত্ব দাঁড়ায় ১১।

কিন্তু টার্ফ মুড়ে দিনটি ছিল সিটির পক্ষেই। শুরু থেকেই ধারালো আক্রমণ ছিল চোখে পরার মতো।

১১ ম্যাচ পর গোল পাওয়া জেসুসও ছিল দুর্দান্ত। ২০ গজ দূরে থেকে মিড ফিল্ডার রদ্রির গোলটিও ছিল দেখার মতো। বদলি নেমে মেহরাজের গোলটিও দলকে নতুন করে উদ্দীপিত করে।

গেল মাস টি সিটির জন্য মোটেও সুখকর ছিল না। লিভারপুলের কাছে হার। চ্যাম্পিয়ন লিগের দুই ম্যাচ ড্র , একমাত্র ম্যাচ জেতে নিউ ক্যাসলের সাথে।

সেই ম্যাচেও দল হিসেবে ম্যানচেস্টার সিটি ছিল সাদামাটা। অল্পের জন্য রক্ষা পেয়েছেই বলা যায়।

জয়ের ধারায় ফেরাটা খুব জরুরি ছিল সিটির। দলও ছিল খুব মরিয়া। কোচ গার্দিওলার ম্যাচ পূর্ববর্তী কথার লড়াইয়েও তার আঁচ পাওয়া যায়। তিনি বলেছিলেন, “আমরা জয়ের জন্যই খেলব।”

এই ম্যাচ নিয়ে বার্নলির প্রত্যাশাও খুব বেশি ছিল বলা যাবে না। প্রিমিয়ার লিগের “বিগ সিক্স” এর বিপক্ষে গত ২৭ ম্যাচে মাত্র একটিতে জিতেছে বার্নলি। নিজের শিষ্যদের ভুলগুলো ধরিয়ে দিয়ে কোচ সিন ডায়িস বলেন,” এবারও হলো না। আমাদের ছেলেরা এবারও বেশ ভুল করেছে। “

অবশ্য পুরোটাই রক্ষনশীল ভঙ্গিতে খেলা বার্নিল যেন ম্যাচের আগেই ম্যাচ হেরে বসেছিল। এক সময় তো দলের ১১ জন খেলোয়াড়ের সবাইকেই নিজেদের পেলান্টি বক্সের মধ্যে দেখা গেছে।

লিগের পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা লিভারপুল থেকে এখনও ৮ পয়েন্ট দূরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২।

১৮ পয়েন্ট নিয়ে বার্নলি আছে ১১ তে। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড এর বিপক্ষে ঘরের মাঠে খেলবে সিটি আর একই দিনে বার্নলি মাঠে নামবে মরিনহোর টটেনহামের বিপক্ষে।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক