Connect with us

আন্তর্জাতিক

এবার চাকরি হারালেন  এভারটন কোচ মার্কো সিলভা

প্রকাশিত

তারিখ

চাকরি হারালেন মার্কো সিলভা। ছবিঃ এভারটন

মার্কো সিলভা প্রিমিয়ার লিগে কোচ বরখাস্তের দলে নতুন নাম । দলের পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেই তীর ছুটে যাচ্ছে কোচের দিকে।

কোচ বদলের হাওয়ায় সবচেয়ে বড় খবর ছিল টটেনহাম কোচ মরিচ পচেত্তিনোর চাকরি হারানোর খবর।

সেই খবর ফিকে হতে না হতেই চাকরি হারান আর্সেনাল কোচ।

সেই পথ ধরেই এভারটনও তাদের ম্যানেজার মার্কো সিলভা কে সরিয়ে দিল দলের দায়িত্ব থেকে।

বুধবার লিভারপুলের কাছে ৫-১ গোলে বিশাল পরাজয়ের পরই মূলত মার্কো সিলভার চাকরি হারানোর পথ অনেকটা নিশ্চিত হয়ে যায়।

২০১৮ সালে এভারটনে যোগ দেবার পর সিলভার অধীনে ৬০ ম্যাচে দল জিতেছে ২৪ ম্যাচ৷ হেরেছেও সম সংখ্যক ২৪ ম্যাচ।

১২ টি ম্যাচ ড্র করে সিলভার সদ্য সাবেক শিষ্যরা। তবে এই সিজনেই ৯ ম্যাচে হার এবং পরপর গত তিন ম্যাচে হারটাই কাল হয়ে দাঁড়ায় সিলভার জন্য।

সিলভাকে সরিয়ে দিয়েই নতুন ম্যানেজারের খোঁজে নেমেছেন এভারটনের কর্তারা। তারা জানিয়েছে, যত দ্রুত সম্ভব নতুন কোচ নিয়োগ দেয়া হবে।

এভারটনের নতুন কোচের দৌড়ে এগিয়ে আছেন সাংহাই এসআইপিজি এর ম্যানেজার
ভিক্টর পিরেইরা।

এভারটনের সাবেক কোচ ভেডিড মোয়েসের পুরাতন ক্লাবে প্রত্যাবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

তবে আপাতত অন্তরবর্তী কোচের দায়িত্বটা সাবেক স্ট্রাইকার ডানকান ফারগুসনের কাধেই থাকছে।

শনিবার চেলসির বিপক্ষে ম্যাচটিও খেলা হবে ফারগুসনের অধীনেই।

সাবেক কোচ মোয়েসের এভারটনে প্রত্যাবর্তনের গুঞ্জনের ফলে দলের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

১১ বছর ক্লাবটির দায়িত্বে থাকা মোয়েস ২০১৩ সালে এভারটন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন।

এরপর মোয়েস ম্যানচেস্টার এবং রিয়াল সোসিয়াদাদের চাকরি হারান।

অনেকেই মনে করছেন সাবেক এই কোচ নিয়োগ দিলে দল এগিয়ে নয় বরং পিছিয়ে পরবে।

তবে আপাতত মোয়েসের ফিরে আসা না আসা নির্ভর করবে ক্লাবের সিংহভাগ অংশীদার ফরহাদ মোসিরি এবং তার সতীর্থদের উপরেই।

তবে মোয়েস বিতর্ক বাদ দিলে সামনে আসতে পারে ভিক্টর পিরেইরার নাম।

পর্তুগিজ কোচ পেরেইরা কর্মরত আছেন চীনে। কোচিং প্রোফাইলও বেশ ভারি তার।

অলিম্পিকায়োস এবং সাংহাই ক্লাবকে জিতিয়েছেন শিরোপা।

নাম চলে আসছে টটেনহামের সাবেক কোচ মরিচ পচেত্তিনোরও।

তবে পচেত্তিনো প্রিমিয়ার লিগের ১৮ তম দল এভারটনের দায়িত্ব নিতে কতটা আগ্রহী হবেন সেটাও দেখার বিষয়।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক