Connect with us

আন্তর্জাতিক

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলঃ ছেলেদের প্রত্যাশিত জয়, মেয়েদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল হতে প্রথম দুই ম্যাচ খেলেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

প্রকাশিত

তারিখ

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলঃ ছেলেদের প্রত্যাশিত জয়, মেয়েদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
এই জয়ে গ্রুপ এফ এ টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। ছবিঃ বাংলাদেশ মিডিয়া

কাতারে চলছে ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। সেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভূটানের বিপক্ষে ৩-০ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ।

একটি করে গোল করেছেন সাঈদ ও মঈন উদ্দিন। অপর গোলটি আত্মঘাতী। ভূটানের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। কারণ গত মাসেই ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফে ভূটানকে ৫-২ গোলে হারায় বাংলাদেশ।

বয়সের সীমানা বেড়েছে, কিন্তু ফলাফলের কোন পরিবর্তন হয়নি। কষ্ট হয়নি জয় পেতেও। গোল কমেছে, সেটি গোল করা এবং গোল খাওয়া দুদিকেই।

গত মাসে সাফে খেলে যাওয়া দলের সাথে এ দলটি পুরো নতুন। একরকম জোড়াতালি দেয়া দল নিয়েই এবারের টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ। আগের দলের মাত্র ৩ জন এবার আছেন নতুন দলে। বেশি বয়সী খেলোয়াড় খেলানোর মাশুল দিতে হচ্ছে দলকে।

৩-৪-৩ ফরমেশনে খেলা বাংলাদেশ পুরো ম্যাচে আক্রমণে ছিল সরব। ম্যাচে আক্রমণে ছিল না কোন পরিকল্পনার ছাপ। উল্টোপাল্টা পাসিং, গোলমুখে গিয়ে বল হারিয়ে ফেলা, একের পর এক লং পাস দিয়ে ভূটানের ডি-বক্সে বল ফেলা সবই ছিল দলীয় পরিকল্পনার অভাব।

প্রথমার্ধের গোলের আগে কখনো মনেও হয়নি এ দল বড় ব্যবধানে জিততে যাচ্ছে। ডি বক্সের সামনে ভূটানের আটজনের দেয়াল। কখনো বল দেয়ানেয়া করে, কখনো উইং ধরে গিয়েও সফল হয়নি বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ সময়ে সুমনের ক্রসে হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন সাইফুল। বিরতির পর ৫১ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান হয় ২-০। এর এক মিনিট পরেই মঈনের একক নৈপুণ্যে ব্যবধান বেড়ে হয় ৩-০।

এই জয়ে গ্রুপ এফ এ টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কাতারের সাথে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন।

ইয়েমেনের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকবে। রানার্সআপ হলেও এএফসির বয়সভিত্তিক আসরের শীর্ষ পর্যায়ে খেলার সুযোগটাও থাকছে। আপাতত এটা অলীক কল্পনাই। আগের ম্যাচে ইয়েমেন ভুটানকে ১০-০ গোলে হারিয়েছে।

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল হতে প্রথম দুই ম্যাচ খেলেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আজ গ্রুপের শেষ নিয়মরক্ষার ম্যাচে বিকাল ৪টায় বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে।

এ ম্যাচে বাংলাদেশের হার-জিতের কিছু নেই। বাংলাদেশের চিন্তা যেখানে সম্মানজনক হার, মনিকা, তহুরা, মারিয়া, সাজেদা, নাজমারা যখন ভালো খেলার কথা ভাবছে, বিপরীত চিত্র অস্ট্রেলিয়া শিবিরে। পরিকল্পনা বাংলাদেশকে গোল বন্যায় ভাসিয়ে নেয়া, জাপানকে গোল ব্যবধান বাড়িয়ে চাপে রাখা।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক