Connect with us

আন্তর্জাতিক

প্রকাশিত

তারিখ

বার্সেলোনার ইতিহাসের তিন রাজা।ছবিঃ বার্সা অফিসিয়াল পেজ

উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজের একমাত্র গোলে ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা।

আর এ গোলের মধ্যে দিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকলো বার্সেলোনা।

আর এস্পানিওলের জালে এ গোল জড়িয়ে সুয়ারেজ পৌঁছে গেলেন বার্সার তৃতীয় সর্বোচ্চ  গোলদাতার তালিকায়।

সুয়ারেজ ২০১৪ সালে লিভারপুল ছেড়ে যোগ দেন বার্সালোনায়। প্রথম মৌসুমেই থেকেই চলছে তার গোলের উৎসব।

কাতালান জার্সিতে প্রথম মৌসুমে করেন ২৫ গোল। এরপর ২০১৫-১৬ মৌসুমে যোগ করেন ৫৯ গোল।

২০১৬-১৭ মৌসুমে ৩৭, ২০১৭-১৮ মৌসুমে ৩১, ২০১৮-১৯ মৌসুমে ২৫ এবং চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১৯গোল।

বুধবার রাতে এসপানিওলের বিপক্ষে একপ্রকার হতাশাজনক পারফরম্যান্সই ছিলো বার্সা স্ট্রাইকারের। তারপরও সবকিছু ছাপিয়ে ৫৬টি মিনিটের সময় মেসির করা এসপানিওলের গোলরক্ষকের ঠেকিয়ে দেয়া শটের ফিরতি বলেই জালের ঠিকানা খুঁজে নেন সুয়ারেজ।

ফলে বার্সেলোনার জার্সিতে সুয়ারেজের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৯৫যা তাকে এনে দেয় বার্সার তৃতীয় সর্বোচ্চ গোলদাতার গৌরব

বার্সার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোল সংখ্যা ৬৩০, আর দ্বিতীয় স্থানে থাকা  সিজার রদ্রিগেজ ২৩২ গোল করে দ্বিতীয় স্থানে।

যদিও নতুন প্রাপ্তির আনন্দে মোটেও উৎফুল্ল নন এ বার্সা স্ট্রাইকার। বরং লা লিগার শিরোপার মুকুট জয়ই হবে বড় প্রাপ্তি।

বুধবার রাতের ম্যাচ জেতার পর সুয়ারেজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো বাকি থাকা তিন ম্যাচের সবকটি জেতা। এরপর আমাদের প্রতিপক্ষের হোঁচট খাওয়ার অপেক্ষায় থাকতে হবে। যদিও আমরা শুধু নিজেদের ম্যাচ নিয়েই ভাবছি।’

ম্যাচ পারফরম্যান্সে তেমন দক্ষতা না দেখাতে পারলেও ৩৩ বছর বয়সী স্ট্রাইকার অবশ্য পয়েন্ট পেয়েই সন্তুষ্ট, ‘সবচেয়ে বড় কথা আমরা জিতেছি এবং আরও পয়েন্ট যোগ করতে পেরেছি।’

এ ম্যাচ জয়ের পর ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৭৭ পয়েন্ট।

 

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক