আন্তর্জাতিক
সিরি আ তে এমভিপি হলেন দিবালা

চলতি মৌসুমে সিরি ‘আ’র মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ( এমভিপি) নির্বাচনে সেরা খেলোয়াড়ের তালিকায় পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম না দেখে চমকে উঠেছেন অনেকেই।
টানা নবম বারের মত চ্যাম্পিয়ানের শিরোপা খেতাব জোটাতে জুভেন্টাসের অন্যতম এ খেলোয়াড়ের ভূমিকা ছিলো অনবদ্য।
তবে সব হিসেব নিকেশ ওলট পালট করে সেরা খেলোয়াড় হিসাবে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার নাম ঘোষণা করেছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
উভয়েই খেলেছেন সমান সংখ্যক ম্যাচ। ৩৩ ম্যাচ খেলে রোনালদো পেয়েছেন ৩১ গোলের দেখা। রয়েছে ছয়টি অ্যাসিস্ট।
অপরদিকে সমান ম্যাচ খেলে ১১ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রেখেছেন অবদানও ১১টি গোল করতে।
তবে কম সংখ্যাক গোল নিয়েও দিবালার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তকমা পাওয়ার কারন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মোড় ঘুরাতে সহায়তা করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তবে ইতালিয়ান লীগে দ্রুততম সময়ে পঞ্চাশতম গোল ও ৩৩ ম্যাচে ৩১ গোল করা পর্তুগীজ তারকা রোনালদো যে সেরা খেলোয়াড়ের মুকুট মাথায় ওঠাতে যাচ্ছেন এমন ধারণা ছিলো অনেকেরই।
তবে পরিসংখ্যান বিচারে নয় গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ভিত্তিতেই দিবালা সেরা খেলোয়াড় হওয়ার এই গৌরব অর্জন করেন।
সেরা মিড ফিল্ডার হয়েছেন আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো পাও গোমেজ। আতালান্তার হয়ে ৭ গোল করার পাশাপাশি ১৬ গোল করিয়েছেন তিনি।
সেরা স্ট্রাইকার হয়েছেন রেকর্ড ৩৬ গোল করা ল্যাৎসিওর চিরো ইমোবিলে।
সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন রোনালদো-দিবালাদের সতীর্থ ভয়েচেক সেজনি।
সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ইন্টার মিলানের স্তেফান দি ফ্রিজ।
সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন জুভেন্টাসেরই। যদিও ধারে পার্মার হয়ে খেলেছেন সুইডেনের দেয়ান কুলুসেভস্কি।