Connect with us

আন্তর্জাতিক

সিরিজ জেতার লড়াইয়ে মাঠে নামছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত

তারিখ

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় ইংল্যান্ড এবং উইন্ডিজ।ছবিঃ আইসিসি

ম্যানচেস্টারে আজ ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে রাজকীয়ভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে স্বাগতিক ইংল্যান্ড।

তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় থাকা দু’দলের জন্য এই টেস্টটিই তাই সিরিজ নির্ধারণকারী ম্যাচ।

প্রথম টেস্টে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে দারুণভাবে সমতায় ফিরে নিজেদের শক্তিমত্তার বাস্তব প্রমাণ দিয়েছে। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের কাছে নিশ্চয়ই তারা সিরিজের ট্রফি তুলে দিতে চাইবেনা।

শেষ টেস্টটি জিততে তাদের সকল পরিকল্পনা, শক্তি ও কৌশল নিয়েই মাঠে নামবে তারা।

এদিকে মধুর বিপদে পড়েছে ইংল্যান্ড।

প্রথম টেস্টে দারুণ বোলিং করা জফরা আর্চার বায়ো-সিকিউর প্রটোকল অমান্য করে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না। তবে শেষ টেস্টের ১৪ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই গতি তারকা।

একই সাথে প্রথম ম্যাচ খেলা বাকি দুই ফ্রন্টলাইন পেসার জিমি অ্যান্ডারসন এবং মার্ক উডও ছিলেন একাদশের বাইরে।

তাদের জায়গায় খেলা স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় টেস্ট জয়ের অন্যতম নায়ক। ক্রিস ওকস ও স্যাম কারেনও দারুণ বোলিং করেছেন।

ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসার সম্ভাবনা না থাকলেও শেষ পর্যন্ত বোলিং আক্রমণে কাকে রেখে কাকে খেলাবেন সেটা নিয়ে মধুর পরীক্ষায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় আছে ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পন টেস্ট অবিশ্বাস্যভাবে জেতার পর ওল্ড ট্র্যাফোর্ডেও তারা দারুণভাবে লড়াই করছিলো, যদিও শেষ দিনে বাজে ব্যাটিংয়ের কারণে স্বাগতিকদের কাছে হেরে যায়।

এই ম্যাচটি যদি তারা জিততে পারে তবে ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ জয় হবে এটি।

তবে শাই হোপের অফ ফর্ম ও প্রথম টেস্ট জয়ের নায়ক শ্যানন গ্যাব্রিয়েলের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা আছে ক্যারিবিয়ানদের।

ম্যানচেস্টারে পরপর দুটি ম্যাচ হওয়ায় উইকেট স্লো হবার সম্ভাবনা আছে। এটা হলে অফ স্পিনার রাহকিম কর্নওয়ালকে খেলানোর কথা ভাবতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

শেষে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তাও উড়িয়ে দেয়া যাচ্ছেনা। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে যায়। এই টেস্টের পূর্ভাবাসও খুব একটা ইতিবাচক আশার সঞ্চার করছেনা।

তবে দেখা যাক শেষ পর্যন্ত ৩২ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ, নাকি নিজের ঘরের মাঠে নিজেদের কাছেই আটকে রাখবে স্বাগতিক ইংল্যান্ড।

উল্লেখ্যঃ সাউদাম্পটনে প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে চার উইকেটে হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এরপর ম্যানচেস্টার টেস্টে বেন স্টোকস ও স্টুয়ার্ড ব্রডে সিরিজে দারুণভাবে সমতায় ফিরে স্বাগতিক ইংল্যান্ড।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক