এডিটরিয়াল
রবিউল-ইয়াসিরে জিতল ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নবম ম্যাচে রবিউল ইসলামের অফ স্পিন ও ইয়াসির আলীর ব্যাটিং নৈপুন্যে ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে বেক্সিমকো ঢাকা।
লো স্কোরিং ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করে বরিশাল।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ বলে ৩৩ রান করেন তওহিদ হৃদয় এবং ৩১ বলে ৩১ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।
বলা যায় এক ডানহাতি অফ স্পিনার রবিউল ইসলামের কাছেই পরাস্থ হয়েছে ফরচুনের ব্যাটসম্যানরা।
৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন এই বোলার।
এছাড়া শফিকুল ইসলাম ২টি এবং নাঈম হাসান ও রুবেল হোসেন নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে বেক্সিমকো ঢাকা।
এরপর দলীয় ৫৪ রানে উইকেটে থিতু হওয়া তানজিদ হাসানও রান আউট হয়ে সাজঘরে ফেরেন।
একপ্রান্তে অভিজ্ঞ মুশফিকুর সঙ্গ দিলে বাকি কাজটা সারেন ইয়াসির আলী।
৩০ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন এই ড্যাশিং ব্যাটসম্যান।
এছাড়া ৩৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বেক্সিমকো ঢাকা।
অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরষ্কার জেতেন রবিউল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ফরচুন বরিশালঃ ১০৮/৮ (২০ ওভার) তামিম ৩১, হৃদয় ৩৩, মেহেদি ১২
রবিউল ২০/৪, শফিকুল ১০/২, নাঈম ৮/১, রুবেল ৩০/১
বেক্সিমকো ঢাকাঃ ১০৯/৩ (১৮.৫ ওভার) তানজিদ ২২, মুশফিক ২৩*, ইয়াসির ৪৪*
ফলাফলঃ বেক্সিমকো ঢাকা ৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ রবিউল ইসলাম (ঢাকা)।