Connect with us

আন্তর্জাতিক

ইতালিতে সেরা রোনালদো, ভ্যান ডাইক কে ধুয়ে দিলেন রোনালদোর বোন

গতকাল মিলানে সিরি আর বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার গ্রহণ করেছেন রোনালদো।

প্রকাশিত

তারিখ

ইতালিতে সেরা রোনালদো, ভ্যান ডাইক কে ধুয়ে দিলেন রোনালদোর বোন
সিরি আর বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার হাতে রোনালদো। ছবিঃ গোল

কাল রাতে ব্যালন ডি’অর এর অনুষ্ঠানে প্যারিসে রোনালদো উপস্থিত থাকছেন না আগেই কানাঘুষা চলছিল। অনুষ্ঠান চলাকালীন সময়ও ক্যামেরা খুঁজছিল রোনালদোকে।

কিন্তু তিনি তখন ব্যস্ত ইতালিতে। কাল মিলানে সিরি আর বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার নিতে গিয়েছিলেন তিনি।

আগেই জেনেছিলেন সিরি আর বর্ষসেরা খেলোয়াড়ের ফাইনাল লিস্টে আছেন। আর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা খুব কম থাকায় আর ওমুখো হননি তিনি।

এর আগে ফিফা ‘দ্য বেস্ট’ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না রোনালদো।

গত মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। প্রথম মৌসুমেই জিতেছিলেন লীগ।

ব্যক্তিগত লক্ষ্য পূরণ না হলেও সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে করেছিলেন ২৮ গোল। এবার তো জিতলেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও।

প্রতিক্রিয়ায় রোনালদোর গতানুগতিক কথাই শোনা গেছে অবশ্য।

তিনি বলেছেন, ’আমি এই পুরস্কারের জন্য আমার সতীর্থ, পরিবার, কোচ, সমর্থক থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি পরের বছর এটি ধরে রাখতে পারব।’

এদিকে ব্যালন ডি’অর অনুষ্ঠান নিয়ে ভ্যান ডাইক কে যেনো রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুয়ে দিচ্ছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো।

২০১১ সালের পর এই প্রথমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কারে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হলেন রোনালদো।

এবারো জেতা হচ্ছে না জেনেই সম্ভবত ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাননি রোনালদো। এর বদলে তিনি সিরি ‘এ’ ফুটবলারের পুরস্কার নিতে উপস্থিত ছিলেন মিলানে।

ফরাসি টিভি চ্যানেল ‘আরটিএলসেভেন’ রোনালদোর অনুপস্থিতি নিয়ে জিজ্ঞেস করেছিল ফন ডাইককে,’রোনালদো না থাকায় প্রতিদ্বন্দ্বীতা একটু কম হয়ে গেলো না?’

২৮ বছর বয়সী এ লিভারপুল ডিফেন্ডার মজা করে একটু খোঁচার সুরেই বলেন, ‘কেন, সে কি এ পুরস্কারটি জয়ে প্রতিদ্বন্দ্বী ছিল?’

ফন ডাইকের এমন খোঁচা সহ্য হয়নি বোন কাতিয়া আভেইরোর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিভারপুল তারকাকে ধুয়ে দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটা ভালোভাবেই জানা যে রোনালদো আজ রাতে পুরস্কারটি জিতবে না। যদিও সবাই মিলে গুরুত্বপূর্ণ সব শিরোপা জিতেছি।

প্রিয় ভার্জিল, কোথায় যাচ্ছ। রোনালদো কিন্তু হাজারবার ফিরে এসেছে। রোনালদো যেখানে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সেখানে তুমি এত দিন ধরে খেলেও জিততে পারোনি।

এমনকি তুমি যেখানে খেলছ রোনালদো সেখানের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ছিল। তখন আমি তোমার চেয়েও ছোট ছিলাম।’

দেখা যাক ভ্যান ডাইক কি প্রতিক্রিয়া দেখান।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক