Connect with us

আন্তর্জাতিক

১ম টেস্টের জন্য প্রস্তুত ১৬ সদস্যের পাকিস্তান

প্রকাশিত

তারিখ

ইংল্যান্ড সফরে ক্যামেরা বন্দী পাকিস্তান টেস্ট দল।ছবিঃ পিসিবি

আজ ৫ আগস্ট থেকে ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে ইংল্যান্ড সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড দিয়েছিলেন পাকিস্তানের নির্বাচকরা।

তাতে গত সেপ্টেম্বরে সাদা পোষাকে অবসরে যাওয়া বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজের নাম থাকলেও ১৬ সদস্যের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে।

এছাড়া তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে পাকিস্তান। যার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে।

প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের পাকিস্তান স্কোয়াডঃ

আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।

টেস্ট সিরিজের সময়সূচিঃ

১ম টেস্টঃ ৫-৯ আগস্ট, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার।
২য় টেস্টঃ ১৩-১৭ আগস্ট, এজেস বোল, সাউদাম্পটন।
৩য় টেস্টঃ ২১-২৫ আগস্ট, এজেস বোল, সাউদাম্পটন।

টি-২০ সিরিজের সময়সূচিঃ

১ম টি-২০ঃ ২৮ আগস্ট, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার।
২য় টি-২০ঃ ৩০ আগস্ট, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার।
৩য় টি-২০ঃ ১ সেপ্টেম্বর, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক