আন্তর্জাতিক
সিনিয়রদের ব্যাটে হাসি, হোয়াইটওয়াশ উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চার সিনিয়রের ফিফটিতে জয়ের হাসি হাসলো টাইগাররা।
হেসেখেলে হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়দের।
ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নামে তামিম ইকবালের দল।
ইনিংসের শুরুতেই দলীয় ১ ও ব্যক্তিগত শূন্য রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন লিটন দাস।
এরপর তিনে ব্যাট করতে নেমে আবারো ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি নাজমুল হোসাইন শান্ত। ২০ রান করে আউট হন তিনিও।
আজ সিনিয়রের ব্যাট যেনো চট্রগ্রামের মাটিতে হাসার অপেক্ষায় ছিলো। একে একে তামিম, সাকিব, মুশফিক ও শেষে মাহমুদউল্লাহ হাঁকালেন ফিফটি!
চারজনের মধ্যে তামিম করেছেন ৫১। বাকি তিনজনের স্কোরই সমান ‘৬৪’ করে। মাহমুদউল্লাহ থেকেছেন অপরাজিত।
প্রথম ত্রিশ ওভারে বাংলাদেশের রান ছিলো ৩ উইকেটে ১৩৭। শেষ বিশ ওভারে আরো ৩ উইকেট হারালেও তুলেছে ১৬০ রান।
ক্যারিবিয়ানদের মধ্যে আলজারি জোসেফ ও রেমন রেইফার ভাগাভাগি করেন দুটি করে উইকেট। কাইল ম্যায়ার্স নেন একটি।
২৯৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে মুস্তাফিজ সাইফুদ্দিনদের বোলিং তোপে পড়ে ক্যারিবিয়ানরা।
দলীয় শতরান পূর্ণ করার আগেই হারিয়ে বসে ৫টি উইকেট।
শেষদিকে রোভমান পাওয়েল ও রেমন রেইফার মিলে চেষ্টা করলেও অল আউট হতে হয়েছে ১৭৭ রানে।
এ নিয়ে তিন ম্যাচের তিনটিতেই অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২০ রানের বিশাল ব্যবধানে হেরে ধবলধোলাই হলো টাইগারদের কাছে।
বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন নেন ৩টি উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ও মেহেদী মিরাজ ২টি করে উইকেট লাভ করেন।
তাসকিন আহমেদ ও সৌম্য সরকারের ঝুলিতে পড়ে ১টি করে উইকেট।
ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার জেতেন মুশফিকুর রহিম। ব্যাটে-বলে পারফর্ম করে সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ২৯৭/৬ (৫০ ওভার), তামিম ৫১, সাকিব ৬৪, মুশফিক ৬৪, রিয়াদ ৬৪*
জোসেফ ৪৮/২, রেইফার ৬১/২, ম্যায়ার্স ৩৪/১
ওয়েস্ট ইন্ডিজঃ ১৭৭/১০ (৪৪.২ ওভার), বোনার ৩১, পাওয়েল ৪৭, রেইফার ২৭
সাইফুদ্দিন ৫১/৩, মেহেদী ১৮/২, মুস্তাফিজ ২৪/২, সৌম্য ২২/১, তাসকিন ৩২/১
ফলাফলঃ বাংলাদেশ ১২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ মুশফিকুর রহিম।
ম্যান অব দ্য সিরিজঃ সাকিব আল হাসান।