Connect with us

আন্তর্জাতিক

শেষ টেস্টেও বৃষ্টির জয়, ১-০ তে সিরিজ জিতলো ইংল্যান্ড

প্রকাশিত

তারিখ

সাউদাম্পটনে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্টেও বৃষ্টির জয়। ছবিঃ এনডিটিভি

বৃষ্টি ও আলোক স্বল্পতায় সাউদাম্পটনে অনুষ্ঠেয় পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। চতুর্থ দিনে ৫৬ ওভার খেলা হলেও শেষ দিনে হয়েছে মাত্র ২৭.১ ওভার!

প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেয়া ৫৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭৩ রানেই অলআউট হয়েছিলো পাকিস্তান।

ফলোঅনে পড়ে দ্বিতীয় বারের মতো ব্যাট করতে নেমে ২য় ইনিংসে ৮৩.১ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

৬৩ রানে অপরাজিত থাকেন বাবর আজম।

এরপর বৃষ্টি ও আলোক স্বল্পতায় খেলা শেষ করে দিলে ম্যাচের ফলাফল ‘ড্র’ হয়।

এর আগে আজহার আলীকে আউট করে টেস্ট ক্রিকেটে চতুর্থ এবং প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন।

বয়স যতো বাড়ছে বল যেনো তার কথামতো বাঁক খাচ্ছে। গতি আর নিখুঁত সুইংয়ে দুমড়েমুচড়ে দিচ্ছেন প্রতিপক্ষের প্রতিরোধ।

শততম উইকেটের মাইলফলকে যার বোলিং এভারেজ ছিলো ৩৪.৮০, সেই তিনিই ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ৬০০ তম উইকেট নিলেন ২৬.৭৬!

প্রতি ১০০ উইকেটের মাইলস্টোনে বোলিং এভারেজ ক্রমান্বয়ে কমেছে, একটুও বাড়েনি!

৩৮ বছর বয়সেও যে ফিটনেস, গতি আর অ্যাকুরেসি, তাতে টেস্টে শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় তৃতীয় স্থানে থাকা অনিল কুম্বলেকে (৬১৯ উইকেট) ছাড়িয়ে যাবার সুযোগটা এখনো থাকছে অ্যান্ডারসনের সামনে।

ম্যানচেস্টারে তিন উইকেটের জয় পেয়েছিলো ইংল্যান্ড। সাউদাম্পটনে বৃষ্টি ও আলোক স্বল্পতায় দ্বিতীয় ও শেষ টেস্টে কোনো ফলাফল আসেনি।

যার ফলে ১-০ তে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ২৬৭ রান করা জ্যাক ক্রাওলিকে ম্যাচসেরার পুরষ্কার দেওয়া হয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড ১ম ইনিংসঃ ৫৮৩/৮ ডি. (১৫৪.৪ ওভার), সিবলি ২২, ক্রাওলি ২৬৭, রুট ২৯, বাটলার ১৫২, ওকস ৪০, বেস ২৭*, ব্রড ১৫

ফাওয়াদ ৪৬/২, শাহীন ১২১/২, ইয়াসির ১৭৩/২,  আসাদ ২৪/১, নাসিম ১০৯/১

পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৩/১০ ফলোঅন (৯৩ ওভার), আজহার ১৪১*, বাবর ১১, ফাওয়াদ ২১, রিজওয়ান ৫৩, ইয়াসির ২০

অ্যান্ডারসন ৫৬/৫, ব্রড ৪০/২, ওকস ৪২/১, বেস ৬৮/১

পাকিস্তান ২য় ইনিংসঃ ১৮৭/৪ (৮৩.১ ওভার) মাসুদ ১৮, আবিদ ৪২ আজহার ৩১, বাবর ৬৩, শফিক ২১

অ্যান্ডারসন ৪৫/২, ব্রড ২৭/১, রুট ১৭/১

ফলাফলঃ ম্যাচ ড্র

ম্যান অব দ্য ম্যাচঃ জ্যাক ক্রাওলি (ইংল্যান্ড)

ম্যান অব দ্য সিরিজঃ মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ও জস বাটলার (ইংল্যান্ড)

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক