Connect with us

আন্তর্জাতিক

মিডল অর্ডারে অস্বস্তি, ওপেনিংয়েই খেলতে চান ব্যান্টন!

প্রকাশিত

তারিখ

পাকিস্তানের বিপক্ষে ১ম টি-২০ তে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্যান্টন। ছবিঃ স্কাই স্পোর্টস

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও সেই ম্যাচে আলাদা করে নজর কেড়ে আলোচনার বিষয়বস্তু এখন টম ব্যান্টন।

সম্প্রতি জাতীয় দলে নিজের পছন্দের জায়গা পাকাপোক্ত করা নিয়ে কথা বলেছেন তিনি।

গতকাল ২৮ আগস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্র‍্যাফোর্ডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে ১৩১ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

নিজের মূল পরিচয় ওপেনার হলেও জাতীয় দলে খেলতে হচ্ছিলো মিডল অর্ডারে।

নিয়মিত ওপেনার জেসন রয়ের অনুপস্থিতিতে নিজের পছন্দের জায়গায় ব্যাট করার সুযোগ পেয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।

বৃষ্টি নামার আগে আর কোনো ইংলিশ ব্যাটসম্যান বলার মতো কিছু করে দেখাতে না পারলেও ৪২ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন তরুণ এই ব্যাটসম্যান ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মিডল অর্ডারে ব্যাট করা এই তরুণ ব্যাটসম্যান জানিয়েছেন সম্ভব হলে ওপেনিংয়েই খেলতে চান তিনি।

তিনি বলেন,‘যেহেতু আমি মিডল অর্ডারে খেলিনা সেহেতু কিছুটা সমস্যায় তো অবশ্যই পড়েছি। সুতরাং সম্ভব হলে আমি ওপেনই করতে চাই।’

তবে রঙ্গিন পোশাকের দলে এটা বেশ কঠিন জেনেও নিজের কাজটা ঠিকঠাক মতো করে গিয়ে চাপে রাখতে চান অন্যদের।

‘আমি মনে করি সাদা বলের ক্রিকেটে আমরা এখন পূর্ণ শক্তির দল। এটা খুবই ভালো, এই মুহূর্তে আমি এটি ভাঙ্গতে চাইনা। আমি কেবল চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যত বেশি সম্ভব রান করতে চাই। যা অন্যান্য ছেলেদের চাপের মধ্যে রাখবে আর দেখতে চাই সেখান থেকে এটা কীভাবে চলে।’

২০১৯ সালের ৫ই নভেম্বর স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তরুণ তুর্কী বলেন,‘আমার আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি ছিল। ইংল্যান্ডের হয়ে আমার প্রথম ম্যাচ ছিল এবং আমি খুব নার্ভাস ছিলাম। আজকের ইনিংসটি (গতকাল পাকিস্তানের বিপক্ষে) আমাকে ভালো আত্মবিশ্বাস দিবে যে এই পর্যায়ের ক্রিকেটেও ভালো খেলতে পারি। নিউজিল্যান্ড সিরিজটি ৭-৮ মাস আগের, আমি মনে করি এই সময়ে ক্রিকেটার হিসেবে কিছুটা হলেও আমি পরিণত হয়েছি।’

৩৫ টি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলা এই ক্রিকেটার ৩১.৭১ এভারেজ আর ঈর্ষনীয় ১৫৮.০৯ স্ট্রাইকরেটে রান করেছেন ১০১৫!

৮ ফিফটির সাথে আছে ১ টি সেঞ্চুরিও।

নজরকাড়া পারফরম্যান্সে এবার ডাক পেয়েছেন আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক