Connect with us

ক্রিকেট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দলগুলোর নাম ঘোষণা

প্রকাশিত

তারিখ

চারটি গ্রেডে ভাগ করে দেয়া হবে পারিশ্রমিক। ছবিঃ ঢাকা ট্রিবিউন

ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে এবার পাঁচ দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য দলগুলোর নাম চূড়ান্ত করেছে বিসিবি।

দেশের পাঁচটি বিভাগের নামে পাঁচটি দল অংশগ্রহণ করবে এ টুর্নামেন্টে।

ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীর নামে থাকছে পাঁচটি দল।

১৬০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রতিটি দলেই থাকছে স্পনসর প্রতিষ্ঠানের নাম।

স্পন্সর হিসেবে থাকছে বেক্সিমকো, গাজী গ্রুপ, মিনিস্টার গ্রুপ, জেমকন ও ফরচুন।

চূড়ান্ত নামসহ পাঁচটি দল হলো- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্রগ্রাম, জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।

আগামী ৯ ও ১০ নভেম্বর ফিটনেস টেস্ট শেষে ১২ নভেম্বর ১৬০ জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট।

প্রতিটি দলে থাকবে একজন করে আইকন প্লেয়ার।

গতকাল ৭ নভেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন,

‘ড্রাফট আমরা সম্ভবত ১২ তারিখে করছি এবং ১৬০ জন ক্রিকেটারের তালিকা করেছি। ৯ ও ১০ নভেম্বর ফিটনেস টেস্ট আছে। স্পনসরটা ৯০ ভাগের মত ঠিক হয়েছে কিন্তু কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে।’

চারটি গ্রেডে ভাগ করে পারিশ্রমিক দেয়া হবে। ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ১৫ লাখ (সম্ভাব্য) এছাড়া ‘ডি’ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ৫ লাখের মতো।

এ প্রসঙ্গে আকরাম খান আরো যোগ করেন, ‘এ, বি, সি ও ডি মোট চারটি গ্রেডে আমরা খেলোয়াড় রাখছি। পারিশ্রমিকটা এখনো পুরোপুরি নির্ধারণ হয়নি, হয়তো ১৫ লাখ থেকে কম বেশী হবে যারা ‘এ’ গ্রেডে আছে। যারা সর্বনিম্ন গ্রেডে থাকবে তারা চার-পাঁচ লাখ করে পেতে পারে। চার-পাঁচটা প্লেয়ার থাকবে ‘এ’ গ্রেডে।’

নভেম্বরের শেষদিকে শুরু হবে টুর্নামেন্টটি।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক