Connect with us

ক্রিকেট

ঢাকার প্লেয়ারদের দুর্ভাগা বললেন আশরাফুল!

প্রকাশিত

তারিখ

সুযোগ-সুবিধার দিক থেকে ঢাকার প্লেয়ারদের দুর্ভাগা বলছেন সাবেক বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ছবিঃ বিসিবি

করোনায় দীর্ঘদিন খেলাধুলার বাইরে থাকায় ক্রিকেটাররা নানান ভাবে নিজেদের ফিট রাখার চেষ্টা করেছে।

কিন্তু অনুশীলনের সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার দিক দিয়ে ঢাকার প্লেয়ারদের দুর্ভাগা বলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস টেস্ট দিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

একসময়ের বিশ্বখ্যাত তারকা এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন,

‘আসলে আমরা যারা ঢাকার ক্রিকেটার, আমরা আসলে একটু দুর্ভাগা। আমার খেলার অভিজ্ঞতা থেকেই বলছি। ২০ বছর আগে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে, কিন্তু আমরা যারা ঢাকার ছেলে আমরা খুব দুর্ভাগা কারণ অফ সিজনের ফ্যাসিলিটিজটা আমাদের নিজেদেরই তৈরি করতে হয়।’

‘আমাদের একটাই ইনডোর। সেখানে ন্যাশনাল টিম, এইচপি, মহিলা টিম, অনূর্ধ্ব-১৯ সবাই অনুশীলন করে থাকে। যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং যারা উঠতি ক্রিকেটার তাদের জন্য এই সুযোগ সুবিধাটা কম।’ যোগ করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কেমন সুযোগ-সুবিধা প্রয়োজন তা বেশ ভালোই জানা ২০ বছর ধরে মূলধারার ক্রিকেটে খেলা আশরাফুলের।

তিনি আরো বলেন, ‘এটা আমরা নিজ উদ্যোগে আলাদাভাবে করে থাকি। যেখানে সুযোগ হয় সেখানেই করার চেষ্টা করি। নিজের উদ্যোগেই করি। যেহেতু আমি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, আন্তর্জাতিক দলে খেলেছি আমি জানি ওই লেভেলে খেলতে হলে কি কি সুযোগ সুবিধা লাগে।’

বিসিবির চুক্তির আওতায় থাকা প্রথমশ্রেণীর ৯০ জন ক্রিকেটারদের বাইরে যেসব ক্রিকেটার রয়েছেন তাদের আয়ের উৎস হচ্ছে ফার্স্টক্লাস ক্রিকেট ও ঢাকা প্রিমিয়ার লিগ।

আর তাই তাদের জন্য ফার্স্টক্লাস ম্যাচ ও প্রিমিয়ার লীগ শুরুর আহ্বান জানালেন সাবেক এই অধিনায়ক।

আশরাফুল বলেন, ‘বিসিবি চেষ্টা করছেন উনাদের জায়গা থেকে। চুক্তির বাইরেও কিন্তু ১২০ জন ক্রিকেটার আছেন। এমন পরিস্থিতি শুধু বাংলাদেশে নয়, এটা কিন্তু বিশ্বব্যাপী।’

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক