Connect with us

আন্তর্জাতিক

টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন ৫০০ উইকেটের অনন্য কীর্তি

প্রকাশিত

তারিখ

ইতিহাস গড়ে উচ্ছসিত ব্রাভো।ছবিঃ ডিজে অফিসিয়াল
টি-টোয়েন্টির ঝড়ো ব্যাটিং রেকর্ডের ফাঁকেও ক্যারিবিয়ান পেসার ডোয়াইন ব্রাভোর বোলিং বৈচিত্র্যে যেনো স্বল্পদৈর্ঘ্য ফরম্যাটের এক অনন্য সৌন্দর্য।
টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন ৫০০ উইকেট অনন্য কীর্তি।
এর আগে ৩০০ এবং ৪০০ উইকেটের ক্লাবের মাইলফলকে প্রবেশকারী প্রথম বোলারও ডোয়াইন ব্রাভো।
বুধবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্স-সেন্ট লুসিয়া জুকসের ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন ব্রাভো।
‘এটা দুর্দান্ত এক ভ্রমণ। আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ দিতে চাই।
বিশ্বের যে সব জায়গায় খেলেছি, সেখানকার সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ।’ ঘরের মাঠে ৫০০ উইকেটের ঘরে পৌঁছাতে পেরে আনন্দটা আরও বেশি তার, ‘এই অর্জন ঘরের মাঠে করতে পেরেছি- আপনি জানেন আমি এখানেই আমার ক্রিকেট শুরু করেছিলাম? ৮ বছর বয়সে। এই সেই জায়গা, যেখানে আমার সবকিছু শুরু হয়েছিল। এখানে, কুইন্স পার্ক ওভালে ৫০০ উইকেট পাওয়ার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।
ইতিহাস গড়ার দিনে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রাভো।
ম্যাচের চতুর্থ ওভারে রাকিম কর্নওয়ালকে ফিরিয়ে এ রেকর্ড গড়েন তিনি।
টি-টোয়েন্টি প্লটের খেলা বোলারদের জন্য অনেক কঠিন সংস্করণ উল্লেখ করে ব্রাভো আরো জানান ‘টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা।
আমাদের বোলারদের জন্য এটা ভীষণ কঠিন জায়গা। সেখানে এটা আমার জন্য বিশেষ অর্জন।
পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক