Connect with us

আন্তর্জাতিক

জো ডেনলির অবিশ্বাস্য ক্যাচ মিস; সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড

হ্যামিল্টন টেস্টে ড্র করে ১-০ তে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।এ নিয়ে টানা দুইবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল তারা।

প্রকাশিত

তারিখ

জো ডেনলির অবিশ্বাস্য ক্যাচ মিস; সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড
অবিশ্বাস্য এবং হাস্যকর এক ক্যাচ মিসের অবতারণা করলেন আজ ডেনলি। ছবিঃ ডেইলি মেইল

হ্যামিল্টনে এ টেস্ট জয় ছাড়া কোন বিকল্প ছিল না ইংল্যান্ডের। নইলে যে সিরিজটা হাতছাড়া হত। সে জন্য খুব অসাধারণ কিছু করতে হত তাদের।

কিন্তু প্রকৃতির বাঁধা আর জো ডেনলির অবিশ্বাস্য ক্যাচ মিসে ম্যাড়ম্যাড়ে ড্র হল ম্যাচটি। তাতে অবশ্য নিউজিল্যান্ডের ভাবতে বয়েই গিয়েছে!!

হ্যামিল্টন টেস্টে ২ উইকেটে ৯৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ পঞ্চম ও শেষ দিনে খেলা হয়েছে মাত্র ৪১ ওভার।

বৃষ্টি হানা দেওয়ায় পুরো দিন খেলতে পারেনি দুই দল। শেষ দিনে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৪১ রান তোলার পর বৃষ্টি নামায় আর খেলা গড়ায়নি।

অবশ্য বৃষ্টি এতটাও বেরসিক হয়নি। কেন উইলিয়ামসন আর রস টেলরের সেঞ্চুরি পর্যন্ত অপেক্ষা করেছে !

এ ম্যাচে ড্র এর ফলে ১-০ তে সিরিজটি বাগিয়ে নিল তারা। অপরদিকে হতাশায় সিরিজ করল ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের পরের মিশন অস্ট্রেলিয়া; লক্ষ্য টেস্ট সিরিজ। তার আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে ভালো প্রস্তুতিই হল ব্ল্যাক ক্যাপসদের।

আজ একটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন রস টেলর; স্টিভেন ফ্ল্যামিংয়ের পর দ্বিতীয় নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে পেরিয়ে গেছেন টেস্টে সাত হাজার রান।

উইলিয়ামসন আর টেলর দুজনেই ত্রিশের ঘরে থেকে দিন শুরু করেছিলেন আজ।

উইলিয়ামসন ফিফটি পেয়েছেন আগে, পরে পেয়েছেন টেলর। লাঞ্চ পর্যন্ত দুজন চলে গেছেন সেঞ্চুরির প্রায় কাছাকাছি, ৩৬ ওভারে যোগ করেছেন ১১৫ রান।

এর আগে অবশ্য বিপদ হতেও পারত। নিউজিল্যান্ড অধিনায়ক সেঞ্চুরি তুলে নিলেও ব্যক্তিগত ৬২ রানে ‘জীবন’ পান জো ডেনলির হাতে।

জফরা আর্চারের ‘নাকলবল’ বুঝতে না পেরে ক্যাচ তোলেন উইলিয়ামসন।

বলটি খুব ধীরে ভাসতে ভাসতে শর্ট মিড উইকেটে যখন যাচ্ছিল উইকেট পাওয়ার আনন্দে উদ্‌যাপন শুরু করেছিলেন আর্চার।

কিন্তু ইংলিশ পেসারসহ সবাইকে বোকা বানিয়ে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ নিতে পারেননি ডেনলি। অবিশ্বাস্যভাবে ক্যাচটি ফেলে দেন তিনি।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও স্কাই স্পোর্টসের বিশ্লেষক মার্ক বুচার ডেনলিকে উদ্দেশ করে বলেন, ‘সে সম্ভবত ঘুমিয়ে পড়েছিল! জানি না এ ক্যাচটা কীভাবে ফেলে দেওয়া সম্ভব। বস্তুত এটা অসম্ভব।’

৯৭ রানে আউট হতে পারতেন আরও একবার। এবার স্যাম কারানের থ্রো সরাসরি স্টাম্পে লাগলেই আউট হয়ে যেতেন উইলিয়ামসন।

শেষ পর্যন্ত ২৩১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এরপর টেলরও সেঞ্চুরি তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত ১০৪ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন, আর ১০৫ রানে টেলর।

তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১৩ রানের জুটি গড়ার পর বৃষ্টির কারণে আর খেলা গড়ায়নি মাঠে।

এ বছর বিদেশের মাটিতে এ নিয়ে টানা দুটি সিরিজ হারল ইংল্যান্ড। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক