Connect with us

আন্তর্জাতিক

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও টি-২০ স্কোয়াড ঘোষণা

প্রকাশিত

তারিখ

১৩ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের টি-২০ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছবিঃ উইন্ডিজ ক্রিকেট

নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিডব্লিউআই। করোনা পরবর্তী ক্রিকেটে দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে ক্যারিবিয়ানরা।

দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছিল ক্রিকেট।

দারুণ লড়াই শেষে যদিও সে সিরিজটি হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের সাথে যোগ হয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজও।

কাইরন পোলার্ডের নেতৃত্বে টি-২০ সিরিজ দিয়েই শুরু হবে ক্যারিবিয়ানদের সফর।

এরপর ৩ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

এদিকে ১৩ সদস্যের টেস্ট দলে কোনো নতুন মুখ অন্তর্ভুক্ত না হলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ছয়জনকে।

অধিনায়ক হিসেবে যথারীতি দায়িত্ব পালন করবেন জেসন হোল্ডার।

তবে কোনো ফরম্যাটের দলেই নাম নেই দলের নিয়মিত মুখ লেন্ডল সিমন্স, ইভিন লুইস, আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনের।

যদিও প্রথম তিনজন এই সফর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের টেস্ট স্কোয়াডঃ

জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, শামারহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকীম কর্ণওয়াল, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরণ হেটমায়ার, চেমার হোল্ডার, আলজারি জোসেফ, কিমো পল ও কেমার রোচ।

টেস্ট স্ট্যান্ড বাইঃ এনক্রুমাহ বোনার, জসুয়া ডি সিলভা, প্রিস্টন ম্যাকসুইন, শেইন মোসলে, রেমন রেইফার, জেডেন সিলস।

১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, রোভমান পাওয়েল, কিমো পল, নিকোলাস পুরান, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।

টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ

১ম টি-টোয়েন্টিঃ ২৭ নভেম্বর, অকল্যান্ড।
২য় টি-টোয়েন্টিঃ ২৯ নভেম্বর, টাওর‍্যাঙ্গা।
৩য় টি-টোয়েন্টিঃ ৩০ নভেম্বর, টাওর‍্যাঙ্গা।

টেস্ট সিরিজের সূচিঃ

১ম টেস্টঃ ৩-৭ ডিসেম্বর, হ্যামিল্টন।
২য় টেস্টঃ ১১-১৫ ডিসেম্বর, ওয়ালিংটন।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক