Connect with us

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)

এবার মুস্তাফিজকে ক্ষতিপূরণ দিচ্ছেনা বিসিবি!

প্রকাশিত

তারিখ

আইপিএল খেলতে না পারায় ১ কোটি টাকা ক্ষতি মুস্তাফিজের। ছবিঃ আইপিএল

নিলামে ছিলেন অবিক্রিত। তবু শেষ পর্যন্ত আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন বাঁহাতি পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স দুটি দলই তাকে খেলার প্রস্তাব দেয়। তবে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সে প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিলো তাকে।

মূলত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ হওয়ার কথা থাকায় এনওসি দেয়নি বিসিবি।

কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া কড়া নির্দেশনা মানা সম্ভব নয় বলে সে সফর স্থগিত হয়েছে। আর তাতে মুস্তাফিজের ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকা!

আগে একবার পিএসএল খেলার অনুমতি না দেওয়ায় তাকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও এইবার সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। দিয়েছেন এর ব্যখ্যাও। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন,‘যেহেতু তার চোট নিয়ে উদ্বেগ থাকায় আমরা তাকে পিএসএলে যেতে দেইনি এবং আমরা তাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছি।’এবারের বিষয়টা ভিন্ন। পিএসএলে তাকে একটি দল বেছে নিয়েছিল, আর আইপিএলের ক্ষেত্রে আলোচনাটা ছিল প্রাথমিক পর্যায়ে। এটি একটা বিষয় যে তাকে নিলাম থেকেই কোন দল বেছে নেয়নি। আমরা জাতীয় দলের স্বার্থে তাকে অনাপত্তিপত্র দেইনি। সুতরাং তাকে ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।’ যোগ করেন আকরাম খান।

এর আগে শ্রীলঙ্কা সফর না হওয়া প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, খেলতে পারলে ভালো হত। তবে যেহেতু কোয়ারেন্টাইনের নিয়মটি তাদের আইন, সেজন্য আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি বলেছিলেন,

‘টেস্ট সিরিজটা খেলতে পারলে ভালো হত। শ্রীলঙ্কার ১৪ দিনের কোয়ারেন্টাইন প্রস্তাবটা অসম্ভব ছিল আমাদের কাছে। এরকম একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে আপনি ঘরবন্দি থাকতে পারেন না, আপনার অনুশীলন যতই ভালো হোক। বিসিবি চেষ্টা করেছে, কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইন তাদেন আইন। আমরা এটিকে সম্মান করি।’

আইপিএল খেলতে না পারায় ১ কোটি টাকা ক্ষতির আক্ষেপ মনে পড়লেও ইতিবাচকভাবেই নিচ্ছেন মুস্তাফিজ। বিশ্বাস করেন, যা হয় ভালোর জন্যই।

‘বিসিবি যদি আগেই জানতো শ্রীলঙ্কা সফর স্থগিত হবে, তবে আমাকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দিত। কিন্তু যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে। আইপিএল খেলতে পারলে আমি ১ কোটি টাকা আয় করতে পারতাম।’

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক