Connect with us

আন্তর্জাতিক

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-২০ স্কোয়াড ঘোষণা

প্রকাশিত

তারিখ

১৭ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ছবিঃ আইসিসি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ২৮ আগস্ট থেকে সাউদাম্পটনের এমিরেটস ওল্ড ট্র‍্যাফোর্ড স্টেডিয়ামে শুরু হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই জমজমাট লড়াই।

করোনা পরবর্তী ক্রিকেটে টেস্টের পর রঙ্গিন পোষাকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজ হলেও এটিই হবে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে ১৪ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিলো স্বাগতিক ইংল্যান্ড

এদিকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার ফলস্বরূপ পাকিস্তান স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তরুন ব্যাটসম্যান হায়দার আলী ও পেস সেনসেশন নাসিম শাহ।

দলে ফিরেছেন ফখর জামান ও সরফরাজ আহমেদও।

১৭ সদস্যের পাকিস্তান স্কোয়াডঃ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

১৪ সদস্যের ইংল্যান্ডে স্কোয়াডঃ

এউইন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারেন, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব আমহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে রয়েছেন প্যাট ব্রাউন, লিয়াম লিভিংস্টোন ও রিস টপলে।

একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক