Connect with us

আন্তর্জাতিক

অ্যান্ডারসনের ৬০০!

প্রকাশিত

তারিখ

আজহার আলীকে আউট করে টেস্টে ৬০০ তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন। ছবিঃ স্কাই স্পোর্টস

অবশেষে কাঙ্ক্ষিত ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জিমি অ্যান্ডারসন। সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের শেষ দিনে আজহার আলীকে আউট করে প্রথম ও একমাত্র পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেট পেলেন এই ইংলিশ পেসার।

১৫৬ তম ম্যাচের ২৯১ ইনিংসে ৬০০ উইকেটের দেখা পেলেন এই কিংবদন্তি।

৬০০ বা তার বেশী উইকেট পাওয়া আরো তিনজন বোলার আছেন যাদের প্রত্যেকেই স্পিনার! অ্যান্ডারসনই প্রথম কোনো পেসার যিনি এই কীর্তি গড়লেন।

৬০০ টেস্ট উইকেটের ক্লাবে মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের সাথে এখন তার নামও ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে।

এই ৬০০ উইকেট নিতে তিনি বল করেছেন ৩৩৭১৭ টি। তার চেয়ে মাত্র ৬ টি বল কম করে তার উপরে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

এছাড়া ৩৪৯১৯ বল করেছেন শেন ওয়ার্ন ও ৩৮৪৯৬ বল করেছেন অনিল কুম্বলে।

২০০৩ সালে মার্ক ভেরমেউলেনকে দিয়ে আন্তর্জাতিক টেস্ট উইকেট পেয়েছিলেন, আজ পাকিস্তান অধিনায়ক আজহার আলীকে আউট করে পেলেন ক্যারিয়ারের ৬০০ তম উইকেটের দেখা।

অ্যান্ডারসনের উইকেট শিকারের মাইলফলকসমূহঃ

১ম উইকেটঃ মার্ক ভেরমেউলিন (২০০৩)
৫০তম উইকেটঃ মহেন্দ্র সিং ধোনি (২০০৭)
১০০ তম উইকেটঃ জ্যাক ক্যালিস (২০০৮)
২০০ তম উইকেটঃ পিটার সিডল (২০১০)
৩০০ তম উইকেটঃ পিটার ফুলটন (২০১৩)
৪০০ তম উইকেটঃ মার্টিন গাপটিল (২০১৫)
৫০০ তম উইকেটঃ ক্রেইগ ব্র‍্যাথওয়েট (২০১৭)
৬০০* তম উইকেটঃ আজহার আলী (২০২০)

শীর্ষ টেস্ট উইকেট শিকারীদের তালিকায় অ্যান্ডারসন আগেও ৪র্থ অবস্থানে ছিলেন। তবে এখন অনিল কুম্বলেকে চারে পাঠিয়ে তিন নম্বর স্থানে উঠতে আর মাত্র ২০ টি উইকেটের প্রয়োজন।

তবে টেস্ট ক্যারিয়ারের প্রতি মাইলস্টোনে তার বোলিং এভারেজটা চোখে পড়ার মতো।

৩৪.৮০ এভারেজে ১০০ তম উইকেট নিয়ে ২৬.৭৬ এভারেজে ৬০০ তম উইকেট! প্রতি মাইলস্টোনে এভারেজ ক্রমান্বয়ে কমেছে, একটুও বাড়েনি!

প্রতি ১০০ উইকেটের মাইলফলকে অ্যান্ডারসনের বোলিং এভারেজঃ

১০০ তমঃ ৩৪.৮০
২০০ তমঃ ৩২.২০
৩০০ তমঃ ৩০.৪৩
৪০০ তমঃ ২৯.৩০
৫০০ তমঃ ২৭.৬৪
৬০০ তমঃ ২৬.৭৬

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক