অস্ট্রেলিয়া
অশ্বিন-বিহারি দৃঢ়তায় সিডনি টেস্ট ড্র!

সিডনিতে রবিচন্দ্রণ অশ্বিন ও হনুমা বিহারির হার না মানা ব্যাটিংয়ে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার শ্বাসরুদ্ধকর তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৮ রানের বিপরীতে ব্যাট করতে নেমে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের বোলিং তোপে পড়ে ২৪৪ রানে থেমেছিল ভারতের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশানের ৭৩, স্টিভ স্মিথের ৮১, ক্যামেরুন গ্রীনের ৮৪ এবং টিম পেইনের অনবদ্য ৩৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ৩১২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অজিরা।
চারশয়েরও বেশি রানের চাপায় পড়ে ব্যাট করতে নামে ভারত।
প্রথম ইনিংসে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন রোহিত শর্মা ও শুবমান গিল।
দ্বিতীয় ইনিংসেও হলো তাই। গড়লেন ৭১ রানের জুটি। যদিও ৯২ রানের মধ্যে দুজনই ফেরেন সাজঘরে।
এরপর চেতেশ্বর পুজারা ও রিশাব পান্টের দৃঢ়তাসূচক ব্যাটিংয়ে আড়াইশো রান পার করে সফরকারীরা।
তবে এই দুই ব্যাটসম্যানই মিস করেছেন সেঞ্চুরির সুযোগ।
হ্যাজলউডের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ২০৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন পুজারা।
পান্ট আউট হয়েছেন আরো কাছে যেয়ে।
ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে নাথান লায়নের বলে প্যাট কামিন্সকে ক্যাচ দেন তিনি।
এই টেস্ট বাঁচানোর সকল চেষ্টাই করেছে ভারত। মাটি কামড়ে উইকেটে পড়ে ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন ও হনুমা বিহারি।
তাতে অনেকগুলো ক্যাচ মিস করে বাড়তি সুযোগ দেন অজি ফিল্ডাররা। ভারত তাই সফলই হয়েছে।
দ্বিতীয় ইনিংসে ১৩১ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করেছে ভারত।
অশ্বিন বিহারির অনবদ্য ৬২ রানের জুটিতে বল খেলেছেন ২৫৯টি!
১৬১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন বিহারি। অশ্বিন থাকেন ১২৮ বলে ১৩৯ রানে।
প্রথম ইনিংসে ১৩১ ও দ্বিতীয় ইনিংসে ৮১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরষ্কার জেতেন স্টিভ স্মিথ।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া ১ম ইনিংসঃ ৩৩৮/১০ (১০৫.৪ ওভার), পুকোভস্কি ৬২, লাবুশানে ৯১, স্মিথ ১৩১
জাদেজা ৬২/৪, সাইনি ৬৫/২, বুমরাহ ৬৬/২
ইন্ডিয়া ১ম ইনিংসঃ ২৪৪/১০ (১০০.৪ ওভার), গিল ৫০, পুজারা ৫০, জাদেজা ২৮*
কামিন্স ২৯/৪, হ্যাজলউড ৪৩/২, স্টার্ক ৬১/১
অস্ট্রেলিয়া ২য় ইনিংসঃ ৩১২/৬ (৮৭ ওভার), লাবুশানে ৭৩, স্মিথ ৮১, গ্রীন ৮৪, পেইন ৩৯*
সাইনি ৫৪/২, অশ্বিন ৯৫/২, বুমরাহ ৬৮/১, সিরাজ ৯০/১
ভারত ২য় ইনিংসঃ ৩৩৪/৫ (১৩১ ওভার) রোহিত ৫২, পুজারা ৭৭, পান্ট ৯৭, অশ্বিন ৩৯*, বিহারি ২৩*
হ্যাজলউড ৩৯/২, লায়ন ১১৪/২, কামিন্স ৭২/১
ফলাফলঃ ম্যাচ ড্র
ম্যান অব দ্য ম্যাচঃ স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)।