Connect with us

আন্তর্জাতিক

‘গ্রুপ অফ ডেথ’ এ পড়েও খুশি জোয়াকিম লো

বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ২০১৪ এর বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি—২০২০ ইউরোয় একই গ্রুপে।

প্রকাশিত

তারিখ

'গ্রুপ অফ ডেথ' এ পড়েও খুশি জোয়াকিম লো
ইউরো ২০২০ এর ড্রতে জোয়াকিম লো। ছবিঃ গোল

গতকাল বুখারেস্টে অনুষ্ঠিত হয়ে গেলো ইউরো ২০২০ এর ড্র। এই ড্র এবং ইউরোর নতুন নিয়ম-কানুন এক অবিশ্বাস্য গ্রুপ তৈরি করে দিল।

বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি—২০২০ ইউরোয় একই গ্রুপে।

গ্রুপ ‘এফ’ কে গ্রুপ অফ ডেথ বললেও কম হয়ে যায়। এমন গ্রুপ এর রোমাঞ্চকর খেলা দেখা দর্শক হিসেবে খুব আনন্দদায়ক; কিন্তু খেলোয়াড় এবং কোচ হিসেবে এটি খুব কঠিন।

তবে জার্মানির কোচ জোয়াকিম লো এর ক্ষেত্রে ঘটনা আবার উল্টো। তিনি এ ডেথ গ্রুপে পড়ে মহাখুশি!!

জার্মানি, ফ্রান্স ও পর্তুগালের সঙ্গী হবে প্লে-অফের ‘এ’ অথবা ‘ডি’ পথ পেরিয়ে আসা কোনো দল।

প্লে অফে আইসল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি ও বুলগেরিয়ার মধ্য থেকে যেকোনো একটি দল উঠে আসবে এই গ্রুপে।

ইউরোতে গ্রুপ রয়েছে ছয়টি। ছয়টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ২৪ দল।

প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নাম লেখাবে শেষ ষোলোয়।

তৃতীয় হওয়া দলটির জন্যও থাকছে সুযোগ। ছয়টি গ্রুপের মধ্যে প্রতিটি গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ চারটি দল নাম লেখাবে শেষ ষোলোয়।

তাই ‘এফ’ গ্রুপে কোন জায়ান্ট টীম তৃতীয় হলেও তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে।

গ্রুপে পর্তুগাল এবং ফ্রান্সকে পেয়ে খুশি হয়েছেন লো, ‘ভালো লাগছে যে ফ্রান্স ও পর্তুগালের বিপক্ষে ম্যাচগুলো নিয়ে আলোচনা হবে।

আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলব।

খেলোয়াড়েরাও এ ম্যাচগুলোয় তাকিয়ে। এটা অবশ্যই মৃত্যুকূপ। সামনে এগিয়ে যেতে চাইলে সবাইকে নিজের সর্বোচ্চটুকুই নিংড়ে দিতে হবে।

তবে এসব ম্যাচ কিন্তু উৎসবেরও উপলক্ষ। আর আমরা জার্মানিতেও খেলব।’

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘এটা কঠিন গ্রুপ। আমি নিশ্চিত জোয়াকিম লো ও ফার্নান্দো সান্তোসের ভাবনাও একই।

আগামী বছরের ১২ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি দেশে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে ২৪টি দল।

১২ জুন রোমে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে স্বাগতিক ইটালি ও তুরস্ক।

গ্রুপ ‘এ’          গ্রুপ ‘বি’         গ্রুপ ‘সি’              গ্রুপ ‘ডি’              গ্রুপ ‘ই’                   গ্রুপ ‘এফ’
ইটালি                বেলজিয়াম       ইউক্রেন                ইংল্যান্ড                  স্পেন                         জার্মানি
সুইজারল্যান্ড    রাশিয়া               হল্যান্ড                 ক্রোয়েশিয়া            পোল্যান্ড                       ফ্রান্স
তুরস্ক                 ডেনমার্ক           অস্ট্রিয়া             চেক প্রজাতন্ত্র           সুইডেন                       পর্তুগাল
ওয়েলস            ফিনল্যান্ড     প্লে-অফ ‘এ/ডি’      প্লে-অফ ‘সি’          প্লে-অফ ‘বি’            প্লে-অফ ‘এ/ডি’

পুরোটা পড়ুন
কমেন্ট করুন/দেখুন

ট্রেন্ডিং টপিক